সংবাদ শিরোনাম ::
ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে এগিয়ে টাইগাররা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৫৫ বার পড়া হয়েছে
লিড: সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে।
রিপোর্ট: টপ–অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮৮ রানের লক্ষ্য সহজ হয়ে যায় শেষ ৫ ওভারের আগেই। ওপেনারের সেঞ্চুরির পাশাপাশি মিড–অর্ডারে দ্রুত ফিফটি আসে, যা ম্যাচের গতি পাল্টে দেয়।
বোলিংয়ে ডেথ ওভারে পরিকল্পিত ইয়র্কার ও স্লোয়ার মিশ্রণে প্রতিপক্ষকে ৩০০–এর নিচে আটকে রাখা সম্ভব হয়। পরের ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উদ্ধৃতি (ডেমো): “ম্যাচ–আপ প্ল্যান কাজ করায় জটিলতা হয়নি,”—বাংলাদেশ অধিনায়ক।
কী পয়েন্ট:
-
ওপেনারের সেঞ্চুরি, মিড–অর্ডারে ফিফটি
-
ডেথ–ওভারে বোলিং–এক্সিকিউশন সফল
-
দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে












































