নান্দাইল পৌর পার্ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
- আপডেট সময় : ০৭:৪৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৬০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে আধুনিক বিনোদনকেন্দ্রিক উন্নয়নের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর দুপুরে নান্দাইল পৌরসভার উদ্যোগে চন্ডীপাশা নান্দাইল মডেল থানা সংলগ্ন স্থানে পৌর পার্ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন নান্দাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা এবং পৌরসভা প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এই পৌর পার্ক নির্মাণের মাধ্যমে নান্দাইলের মানুষের জন্য সৃষ্টি হবে নতুন বিনোদন, শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র।







































