তুমি না মরলে আমি মাহীরের হবো না: জোবায়েদের খুনি বর্ষা
- আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৫৪৩ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন— এটি ছিল এক ত্রিভুজ প্রেমের ভয়াবহ পরিণতি।
তিনি বলেন, “বর্ষা মেয়েটি চালু… দু’দিকেই সম্পর্ক বজায় রাখত। ঘটনাটা অনেকটা আলোচিত মিন্নির ঘটনার মতোই।”
বর্ষা মাহীরকে জানায়— “জোবায়েদকে না সরালে আমি তোমার হবো না।” এই কথায়ই যেন জেগে ওঠে ঘৃণা ও প্রতিশোধের আগুন। বর্ষার পরিকল্পনাতেই জোবায়েদকে হত্যা করার সিদ্ধান্ত নেয় মাহীর ও তার সহযোগীরা।
হত্যার দিন মাহীর জোবায়েদকে বোঝানোর চেষ্টা করে, “বর্ষার কাছ থেকে সরে যাও।” কিন্তু জোবায়েদ বলে— “আমি কেন সরে যাবো?” এরপরই ঘটে ভয়ংকর হত্যাকাণ্ড।
ডিএমপির লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান,
জোবায়েদ তখনও মারা যায়নি। বাঁচার জন্য দোতলায় উঠে বর্ষার দিকে তাকিয়ে বলে— “আমাকে বাঁচাও, বর্ষা!” কিন্তু বর্ষা নির্দয় কণ্ঠে বলে— “তুমি না মরলে আমি মাহীরের হবো না।”
জোবায়েদের জীবন তখন নিভে যায় ভালোবাসার নিষ্ঠুর অন্ধকারে। একটি তরুণ প্রাণের মৃত্যু— এক নির্মম বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি হয়ে রইল !
এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।






























