সংবাদ শিরোনাম ::
মক্তবের যত্ন নিন : আমিনুল ইসলাম হামিদী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৬০৭ বার পড়া হয়েছে
শিশির ভেজা সকাল বেলায় সূর্য ওঠার আগে,
আমরা সবাই ছুটে যেতাম মক্তবেরই বাগে।
মাথায় টুপি, হিজাব গায়ে,
কায়দা নিয়ে হাতে
মক্তবেতে যেতাম হেঁটে,
হাসি খুশির সাথে।
কচি মুখে উঠতো বেজে প্রভুর নামের গান,
সবাই মিলে সুরে সুরে গাইতো নবীর শান।
মক্তবের সেই প্রথা এখন যায় না দেখা পাড়ায়,
ফলে শিশু অজ্ঞ হয়ে অন্ধকারে হারায়।
শিশুর হাতে যায় না দেখা কায়দা,
কুরআন কিছু
মোবাইল তাদের নিত্যসাথী ছাড়ছে না যে পিছু।
রোজ সকালে মোবাইল হাতে খেলায় মগ্ন তারা,
আলিফ,বা,তা ভুলে গিয়ে হয়েছে দ্বীন হারা।
তাইতো বলি সবাই মিলে মক্তবেরই যত্ন নিন,
মক্তব যদি টিকে থাকে বাঁচবে খোদার দ্বীন।



















































