বোরো মৌসুমকে কেন্দ্র করে ব্র্যাক সিডের ধান বীজের হাট ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৫১৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাট বাজারে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে ব্র্যাক সিডের উদ্যোগে এক বিশেষ ধান বীজ হাট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।১৯ তারিখ ( বুধবার ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে কৃষকদের মাঝে ব্র্যাক সিডের উচ্চ ফলনশীল মানসম্মত বিভিন্ন জাতের ধান বীজ পরিচিতি ও প্রদর্শনী করা হয়।
ক্যাম্পেইনে ব্র্যাক সিডের আর এস এম (রিজিওনাল সেলস ম্যানেজার) কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বীজের গুণগত মান, ফলন সম্ভাবনা, জমির উপযোগিতা, পরিচর্যা এবং বপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “মানসম্মত বীজই বেশি ফলনের মূল চাবিকাঠি। ব্র্যাক সিড দেশের কৃষিকে আরও উৎপাদনমুখী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।”
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাকসিডের টিএসএম সুজিত মন্ডল এবং হাট ক্যাম্পেইনটি পরিচালনা করেন ব্রাকসিডের ব্র্যান্ড প্রোমোটার শেখ সুমন আলী।
হাট ক্যাম্পেইনে হাইব্রিড জাতের জনপ্রিয় জাতসমূহ— সাথী, আলোড়ন, ব্রাক ৪৪৪, ব্রাক ৭৭৭, ব্রাক ১৪, শক্তি ২, শক্তি ৩ সহ আরও কয়েকটি উন্নতমানের ধান বীজ কৃষকদের কাছে তুলে ধরা হয়।
এসময় স্থানীয় কৃষকদের ভিড় দেখা যায় ক্যাম্পেইন ঘিরে।স্থানীয় কৃষকরা ব্র্যাক সিডের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে তারা সঠিক সময়ে সঠিক জাতের ধান বীজ সম্পর্কে ধারণা পাচ্ছেন, যা বোরো মৌসুমে তাদের উপকারে আসবে।
বোরো মৌসুমকে কেন্দ্র করে এ আয়োজনটি ফকিরহাট বাজারে এক প্রাণবন্ত কৃষি-সম্পৃক্ত পরিবেশ সৃষ্টি করে এবং কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
















































