বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডব, পিটিয়ে পুলিশ হত্যা
- আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৫৩১ বার পড়া হয়েছে
গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ছাত্রদলের একজন নেতা আজ পুলিশের এক সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের কাছে ছবি আছে, ছাত্রদলের এক নেতা নৃশংসভাবে তাঁকে পিটিয়েছেন। শুধু পেটাননি, চাপাতি দিয়ে কুপিয়ে মাথা ক্ষতবিক্ষত করেছেন।’
এদিকে বিএনপির দাবি, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির সহযোগী সংগঠন যুবদলের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা।
মুগদা থানা যুবদলের সাবেক সভাপতি কাজী সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, শামীম মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের ১ নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।
তবে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক, উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হায়দার শামীম মিয়াকে হাসপাতালে আনা হয়। তবে এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নয়াপল্টনের মহাসমাবেশ ঘিরে আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের ডাক দেয়। বিএনপির সমাবেশের পাশে আরামবাগে জামায়াত ও আশপাশের এলাকায় সমমনা ১২টি দল সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে জনমনে নানা আশঙ্কা তৈরি হয়।
একই দিন বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের সমাবেশের কর্মসূচি থাকায় সকাল থেকে ঢাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।






























