দেশের ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- আপডেট সময় : ০৮:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধু রাজধানী ঢাকাতেই পূজা হবে ২৫৯টি মণ্ডপে।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি।
কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার বেশি পূজা হচ্ছে।

তিনি আরও জানান, পূজার প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থায় রয়েছে।
শনিবার বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, আর ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।
বিজয়া দশমীর দিন বিকেল তিনটা থেকে রাজধানীসহ সারাদেশে মহাসড়ক ও নগরীতে হবে মহা শোভাযাত্রা।

বাংলাদেশে এবার হবে ইতিহাসের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব। বিশ্লেষকরা বলছেন সম্প্রীতির মেলবন্ধনে এবারের শারদীয় দুর্গোৎসবের বার্তা ছড়িয়ে পড়বে বাংলাদেশ সহো গোটা বিশ্বজুড়ে।








































