ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৌয়ালরা উল্টো মুখোশ কেন পরিধান করেন ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৫৬১ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের মৌয়ালরা (মৌচাষি বা মধু সংগ্রহকারী লোকজন) “উল্টো মুখোশ” বা “পেছনমুখী মুখোশ” পরে থাকেন বাঘের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য।

এটার পেছনে বেশ যুক্তিসংগত কারণ আছে বাঘের আচরণ ও ভয় প্রদর্শনের কৌশল; সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সাধারণত পেছন দিক থেকে আক্রমণ করে। বাঘের শিকার কৌশল হলো— নিঃশব্দে অনুসরণ করে পিছন থেকে ঝাঁপিয়ে পড়া। গবেষণা অনুযায়ী, যদি কেউ বাঘটিকে চোখে চোখে রাখে, তখন বাঘ আক্রমণে দ্বিধা করে। উল্টো মুখোশের উদ্দেশ্য; মৌয়ালরা মাথার পেছনে একটি মুখোশ উল্টো করে পরে।

এতে বাঘ মনে করে, মানুষ সবসময় তাকে সামনে থেকে দেখছে।ফলে বাঘ সাধারণত আক্রমণ না করে দূরে থাকে। বাস্তব প্রভাব; এই পদ্ধতি পুরোপুরি নিরাপদ নয়, তবে এটি বাঘের আক্রমণ প্রায় ৩০–৪০% কমিয়েছে (বনবিভাগের তথ্য অনুযায়ী)। বর্তমানে বনবিভাগ ও স্থানীয় এনজিওগুলো মৌয়ালদের প্রশিক্ষণ ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম (যেমন মুখোশ, জাল, হেলমেট) দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৌয়ালরা উল্টো মুখোশ কেন পরিধান করেন ?

আপডেট সময় : ০৪:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সুন্দরবনের মৌয়ালরা (মৌচাষি বা মধু সংগ্রহকারী লোকজন) “উল্টো মুখোশ” বা “পেছনমুখী মুখোশ” পরে থাকেন বাঘের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য।

এটার পেছনে বেশ যুক্তিসংগত কারণ আছে বাঘের আচরণ ও ভয় প্রদর্শনের কৌশল; সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সাধারণত পেছন দিক থেকে আক্রমণ করে। বাঘের শিকার কৌশল হলো— নিঃশব্দে অনুসরণ করে পিছন থেকে ঝাঁপিয়ে পড়া। গবেষণা অনুযায়ী, যদি কেউ বাঘটিকে চোখে চোখে রাখে, তখন বাঘ আক্রমণে দ্বিধা করে। উল্টো মুখোশের উদ্দেশ্য; মৌয়ালরা মাথার পেছনে একটি মুখোশ উল্টো করে পরে।

এতে বাঘ মনে করে, মানুষ সবসময় তাকে সামনে থেকে দেখছে।ফলে বাঘ সাধারণত আক্রমণ না করে দূরে থাকে। বাস্তব প্রভাব; এই পদ্ধতি পুরোপুরি নিরাপদ নয়, তবে এটি বাঘের আক্রমণ প্রায় ৩০–৪০% কমিয়েছে (বনবিভাগের তথ্য অনুযায়ী)। বর্তমানে বনবিভাগ ও স্থানীয় এনজিওগুলো মৌয়ালদের প্রশিক্ষণ ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম (যেমন মুখোশ, জাল, হেলমেট) দিয়ে থাকে।