সংবাদ শিরোনাম ::
মিরপুরে অগ্নিকাণ্ডের পর থেকে প্রতিষ্ঠান দুটির মালিকদের খোঁজ নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫৪০ বার পড়া হয়েছে
ঢাকার মিরপুরে একটি গার্মেন্ট কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের পর থেকে প্রতিষ্ঠান দুটির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গার্মেন্ট কারখানাটির নাম ‘আনোয়ার ফ্যাশন’। এখানে যেসব পোশাক তৈরি হয় সেগুলো স্থানীয় বাজারে বিক্রি হয়। প্রতিষ্ঠানটি বিজিএমইএ’র তালিকাভুক্ত নয়।
মূলত কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় পোশাক তৈরি হতো উল্লেখ করে তিনি বলেন, এখানে সেফটি-সিকিউরিটি কিছুই ছিল না। অগ্নিকাণ্ডের পর থেকে এর মালিক আনোয়ারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
পাশের রাসায়নিক গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ এবং এর মালিক আলমেরও খোঁজ নেই বলে জানিয়েছেন মি. তাজুল।
তিনি জানান, দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স ছিল কি না তাও নিশ্চিত করা যায়নি।







































