সংবাদ শিরোনাম ::
বিশ্বাসের দৃষ্টি দিয়ে যতবারই দেখি, অবিশ্বাসের ছানি পরে নয়নে: পূর্ণিমা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৫১৫ বার পড়া হয়েছে
সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার বিচ্ছেদের গুঞ্জন। এর পেছনে কারণ নায়িকার একটি ফেসবুক পোস্ট। যার সূত্র ধরেই নেটদুনিয়ায় এতসব আলোচনা। নেটিজেনদের এমন কথাবার্তায় র্মমাহত নায়িকা। অবশেষে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে বাধ্য হলেন তিনি।

বলা দরকার, গেল ১৯ অক্টোবর দেওয়া সেই পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, ‘বিশ্বাসের দৃষ্টি দিয়ে যতবারই দেখি/অবিশ্বাসের ছানি পরে নয়নে।’
আর গতকাল শনিবার (২৫ অক্টোবর) ফেসবুকে তিনি লিখলেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সবসময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।’






























