ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫২৩ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

তিনি বলেন, আমরা চাই মাদরাসাগুলো থেকে যোগ্য আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষকগণের অবদান অনেক বেশি।

আজ রোববার (২৬ অক্টোবর ২০২৫) সিলেটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো: আইউব হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

আরো আলোচনা করেন অধ্যক্ষ মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমাইদী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো: কুতুবুল আলম, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা মো: আলী আক্কাস মোল্লা, অধ্যক্ষ মাওলানা ফজলুল হাসান মো: ইউসুফ আলী, অধ্যক্ষ মাওলানা মো: শামছুল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর আরো বলেন, সময়োপযোগী দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে নৈতিক সমাজ গঠনে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত মাদরাসা শিক্ষায় একইসাথে আধুনিক, যুগোপযোগী ও ধর্মীয় শিক্ষা বিরাজমান।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতাকে পেশার পাশপাশি ইবাদত হিসেবে নেশায় পরিণত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে মাদরাসা শিক্ষার গুরুত্ব ব্রান্ডিং করতে হবে। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে জীবনে সাফল্য অর্জনে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

সভায় সিলেট বিভাগের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকগণ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

তিনি বলেন, আমরা চাই মাদরাসাগুলো থেকে যোগ্য আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষকগণের অবদান অনেক বেশি।

আজ রোববার (২৬ অক্টোবর ২০২৫) সিলেটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো: আইউব হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

আরো আলোচনা করেন অধ্যক্ষ মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমাইদী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো: কুতুবুল আলম, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা মো: আলী আক্কাস মোল্লা, অধ্যক্ষ মাওলানা ফজলুল হাসান মো: ইউসুফ আলী, অধ্যক্ষ মাওলানা মো: শামছুল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর আরো বলেন, সময়োপযোগী দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে নৈতিক সমাজ গঠনে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত মাদরাসা শিক্ষায় একইসাথে আধুনিক, যুগোপযোগী ও ধর্মীয় শিক্ষা বিরাজমান।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতাকে পেশার পাশপাশি ইবাদত হিসেবে নেশায় পরিণত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে মাদরাসা শিক্ষার গুরুত্ব ব্রান্ডিং করতে হবে। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে জীবনে সাফল্য অর্জনে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

সভায় সিলেট বিভাগের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকগণ অংশ নেন।