চট্টগ্রামের হ্যাটট্রিক, ৩ রানের রোমাঞ্চকর জয় খুলনার চট্টগ্রামের হ্যাটট্রিক
- আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৫৭৫ বার পড়া হয়েছে
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাড্ডাহা্ড্ডি লড়াই শেষে নাটকীয় জয় পেয়েছে খুলনা। তার আগে দাপুটের সঙ্গে আসরে নিজেদের জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে চট্টগ্রাম বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া দুই ম্যাচের সেরা খেলোয়াড় হন মাহমুদুল হাসান জয় এবং জিয়াউর রহমান।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বরিশাল। উদ্বোধনী জুটিতে আসে ৪০ আর দ্বিতীয় উইকেটজুটিতে আসে ৩০ রান। এর পরই খেই হারায় দলটি। চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৪ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার সঙ্গে ২টি উইকেট নেন হাসান মুরাদ ও ১টি উইকেট নেন মোহাম্মদ রুবেল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৮ রান তুলতে পারে বরিশাল। দলের হয়ে ইফতিখার হোসেন ইফতি ২৬ বলে সর্বোচ্চ ৩৩ ও ফজলে মাহমুদ ২৯ বলে ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৫টি ছক্কা। তার সঙ্গী সৈকত আলী ২৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ১১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম। আসরে এটি তাদের টানা তৃতীয় জয়।
দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে খুলনা। জিয়াউর রহমান ১৬ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার আগে এনামুল হক বিজয় করেন ৩৫, মোহাম্মদ মিঠুন ২৫ ও নাহিদুল ইসলাম ২০ রান। জবাবে তানবীর হায়দারের ব্যাটে চড়ে জয়ের দিকেই এগোচ্ছিল রংপুর। শেষ ৩ ওভারে ৩৩ ও শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল দলটির। এখানেও দলের হাল ধরেন জিয়া। তার শেষ ওভারে কোনো বাউন্ডারি না্ আসায় ৯ রানের বেশি নিতে পারেনি রংপুর। তাতে ইনিংস থামে ৬ উইকেটে ১৪৬ রানে। আর নাটকীয়ভাবে খুলনা ম্যাচ জেতে , মাত্র ৩ রানের ব্যবধানে। তানবীর দলের হয়ে ৪৭ বলে অপরাজিত ৬০ রান করেন, অনিক সরকার ২৮ ও আকবর আলী ১৯ রান করেন। খুলনার রবিউল হক ৩২ রানে নেন ৩ উইকেট। কিন্তু অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার ওঠে জিয়ার হাতে।











































