ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৫৪১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এই সিরিজে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর)  তবে হামলার ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় আমাদের তিনজন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তাঁরা প্রাদেশিক রাজধানী শারানায় এক ‘ফ্রেন্ডলি ম্যাচ’ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

বলা হয়েছে, তাঁদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এ সিরিজের মাধ্যমে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের খেলতে নামার কথা ছিল। কিন্তু দুই দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, তবে সেখানে দুই দলের মুখোমুখি কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী অঞ্চল এবং আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলমান উত্তেজনা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, দুই দেশের ক্রীড়া অঙ্গনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান

আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এই সিরিজে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর)  তবে হামলার ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় আমাদের তিনজন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তাঁরা প্রাদেশিক রাজধানী শারানায় এক ‘ফ্রেন্ডলি ম্যাচ’ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

বলা হয়েছে, তাঁদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এ সিরিজের মাধ্যমে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের খেলতে নামার কথা ছিল। কিন্তু দুই দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, তবে সেখানে দুই দলের মুখোমুখি কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী অঞ্চল এবং আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলমান উত্তেজনা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, দুই দেশের ক্রীড়া অঙ্গনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।