সৌদি-পাকিস্তানের সামরিক চুক্তিতে খুশি নয় মিসরীয়রা
- আপডেট সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮২ বার পড়া হয়েছে
সৌদি আরব ও পাকিস্তান গত সপ্তাহে নিজেদের মধ্যে সামরিক চুক্তি করে। দুটি দেশ ঘোষণা দিয়েছে, যদি তাদের কারও ওপর অন্য কোনো দেশ হামলা করে তাহলে এটি উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
তবে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে খুশি নয় মিসর। দেশটির সাধারণ মানুষ প্রশ্ন করেছেন মিসরকে রেখে কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করল সৌদি।
বিশেষ করে গত ১৬ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আরব-ইসলামি দেশগুলোর সম্মেলনের পর সৌদি এ সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মিসরীয়রা। কারণ ওই সম্মেলনে মিসর ন্যাটো স্টাইলে ‘আরব বাহিনী’ গঠনের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছিল। এই প্রস্তাবটি প্রথম ২০১৫ সালে দিয়েছিল মিসর।
এক মিসরীয় ফেসবুকে লিখেছেন, “দোহা সম্মেলনে আরব সামরিক চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছিল সেটি কেন সৌদি আরব পাশ কাটিয়ে গেলো। তাদের এর যথার্থ কারণ উল্লেখ করতে হবে। এছাড়া সৌদি কেন যৌথ আরব সেনাবাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করল। যে প্রস্তাব মিসর ২০১৫ সালে দিয়েছিল।”
আরেকজন লিখেছেন, “(পাকিস্তানের বদলে) সৌদি কেন মিসরের সঙ্গে চুক্তি করেনি। কেন তারা একটি শক্তিশালী আরব সেনাবাহিনী গঠন করতে চায় না।”
গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান রিয়াদে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষর করেন।
সৌদি ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বেশ পুরোনো। ১৯৭৯ সালে ইরানে যখন ইসলামিক বিপ্লব শুরু হলো তখন সৌদিকে সাহায্য করতে সেনা পাঠিয়েছিল সৌদি আরব।
এদিকে মিসরের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরই সৌদি নিজের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজা শুরু করে। সৌদি আগে থেকেই পশ্চিমাদের ওপর অতিনির্ভরতা কমানোর চেষ্টা করছিল।
দোহায় ইসরায়েলি হামলার পর সৌদি দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে চুক্তি করে। এরমাধ্যমে মূলত পাকিস্তানের পারমাণবিক শক্তির ছাতার নিচে চলে এসেছে তারা।
মিসরের রাজনৈতিক গবেষক আহমেদ আবদেল মিগুইদি সংবাদমাধ্যম দ্য নিউ আরবকে বলেছেন, “সৌদি আরব স্পষ্টতই তার প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব এবং জোটগুলোর মধ্যে বৈচিত্র আনার চেষ্টা করছিল।”
তিনি বলেন, “মনে হচ্ছে দোহায় ইসরায়েলি হামলা থেকে সৌদি শিক্ষা নিয়েছে। যা অন্য সহযোগীর সঙ্গে জোটবদ্ধ হতে তাদের উদ্বুদ্ধ করেছে।”
সূত্র: দ্য নিউ আরব


































